Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগ্রাদ্বিগুণ ধাপ/ অগ্রপুরী বিহার
স্থান
আগ্রাদ্বিগুন বাজার
বিস্তারিত

আগ্রাদ্বিগুণ ধাপ/ অগ্রপুরী বিহারঃ

 

নওগাঁ জেলার ধামইরহাট,পত্নীতলা ও বদলগাছী থানায় আছে বৌদ্ধ শিক্ষা সংস্কৃতি সভ্যতার প্রচুর নিদর্শন। ধামইরহাট থানার আগ্রাদ্বিগুনে একটি স্তুপ আছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের রক্ষণাধীন। তিববতীয় সাহিত্যে এটাকে অগ্রপুরী বিহার বলা হয়েছে। বিহার বলতে বুঝায় বিদ্যালয় ও উপসনালয়। বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের আমলে নির্মিত এই স্তুপের উচ্চতা-আয়তন দেখে মনে হয় এককালে এটি একটি বৃহৎ প্রতিষ্ঠান ছিল। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যোগ না নেওয়ায় এ বিহারের খনন কাজ এখনও শুরু হয় নাই। তার ফলে এ ভিতরের প্রত্ননিদর্শন ও ইতিহাস আজও সম্পূর্ণ  অনুদ্ঘাটিত রয়ে গেছে।